শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেটার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে গত মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ করেন এক নারী। সেটার ভিত্তিতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার ইন্দিরাপুরম থানায় মামলাটি দায়ের করা হয়েছে। ২৭ বছর বয়সী পেসারের বিরুদ্ধে ভারতের নতুন ফৌজদারি আইনের ৫৯ নম্বর ধারা (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। ডেই‌লি স্টার

গত ২১ জুন গাজিয়াবাদের এক নারী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনলাইনে অভিযোগ করেন। এরপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কার্যক্রম শেষ করার জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

ওই নারী দাবি করেছেন, দয়ালের সঙ্গে গত পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। সেসময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে টাকা-পয়সাও নিয়েছেন দয়াল।

পুলিশের কাছে অভিযোগে সেই নারী বলেছেন, 'দয়াল আমাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং তারা আমার সঙ্গে তাদের পুত্রবধূর মতো আচরণ করত। কিন্তু সত্যিটা হলো, সে আমাদের সম্পর্কটিকে কেবল শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ব্যবহার করত। যখনই আমি অন্য নারীদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতাম, তখনই আমাকে শারীরিক নির্যাতন করা হতো।

তিনি আরও বলেছেন, 'তার এমন আচরণের কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সে আমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে এবং আর্থিক ও মানসিক উভয় দিক থেকেই আমাকে তার উপর নির্ভরশীল করে তুলেছে। আমি বেশ কিছুদিন ধরেই বিষণ্ণতায় ভুগছি এবং স্বাভাবিক জীবনযাপন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আমি একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছি।'

গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাতিল নিমীশ দশরথ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দয়ালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। দয়াল ইতোমধ্যে পুলিশের কাছে তার বক্তব্য দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

ভারত জাতীয় দলের জার্সিতে এখনও কোনো ম্যাচ খেলা হয়নি দয়ালের। আইপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্য তিনি। ১৩ ম্যাচ খেলে তিনি ৩৫.১৬ গড় ও ৯.৫৯ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়