শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পিছিয়ে পড়েও উইম্বলডনের কোয়ার্টারে জকোভিচ

স্পোর্টস ডেস্ক : সোমবার ( ৭ জুলাই) উইম্বলডনের রয়্যাল বক্সে চাঁদের হাট। উপস্থিত সস্ত্রীক কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা রজার ফেডেরার। রয়েছেন সস্ত্রীক প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হতেই উপস্থিত দর্শকদের শিরদাঁড়ায় শিহরণ তুলে দিলেন অস্ট্রেলিয়ার তরুণ তারকা অ্যালেক্স ডি’ মিনাউর। প্রতিপক্ষ সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে প্রথম সেটে কার্যত উড়িয়েই দিলেন।

ব্যবধান ৬-১। সবার মনেই তখন আশঙ্কা দানা বাঁধছে। তা হলে কি এবারের উইম্বলডনে আরও একটা অঘটন ঘটতে চলেছে? না। তেমন কিছু ঘটেনি। কারণ, মিনাউর যাঁর বিরুদ্ধে খেলছিলেন, তিনি জকোভিচ। সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে সেন্টার কোর্টে নেমেছিলেন। অতীতে বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। ফিরেও এসেছিলেন। এবারও তার ব্যতিক্রম হল না। এক সেট পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পরবর্তী তিনটি সেট জিতে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে মিনাউরকে হারিয়ে সার্বিয়ান কিংবদন্তি পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। 

এই নিয়ে উইম্বলডনে ১৬বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। শেষ আটের যুদ্ধে তাঁর প্রতিপক্ষ ফ্ল্যাভিও কোবোলি।

তিন ঘণ্টা ১৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে জকোভিচ জানিয়ে দিলেন তাঁর মনের কোণে জমে থাকা শঙ্কার কথা। মজার ছলেই বললেন, “মনে হয় এই প্রথমবার রজার ফেডেরার আমার ম্যাচ দেখল এবং আমি জিতলাম। এর আগে রজার যতবার আমার ম্যাচ দেখতে এসেছিল, ততবারই আমি হেরেছিলাম। অবশেষে অভিশাপ খণ্ডাতে পেরে ভালো লাগছে?” যখন জকোভিচ কথাগুলি বলছিলেন, তখন নীল সুট পরে রয়‍্যাল বক্সে বসে থাকা সুইস কিংবদন্তি মিটিমিটি হাসছেন। জকোভিচ যোগ করলেন, “রজারের এখানে উপস্থিত থাকাটা অসাধারণ ঘটনা। চ্যাম্পিয়ন খেলোয়াড়।

ওকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমরা দীর্ঘদিন ধরে টেনিসের কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করেছি। উইম্বলডন রজারের প্রিয় টুর্নামেন্ট। এবং ওর এখানে ফিরে আসাটা দুর্দান্ত ব্যাপার। উইম্বলডনে এখনও পর্যন্ত রজারই যে সবথেকে সফল খেলোয়াড়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।” এক কিংবদন্তি অপর কিংবদন্তিকে প্রশংসায় যখন ভরিয়ে দিচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরা দুইজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন। জকোভিচ আরও বলেন, “মাঝেমাঝে ভাবছিলাম, রয়‍্যাল বক্সে ওই যে ভদ্রলোকটি বসে আছে, তার মতো যদি সার্ভ এবং ভলি করতে পারতাম তা হলে কী দারুণই না হতো!

  • সর্বশেষ
  • জনপ্রিয়