শিরোনাম
◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান দ‌লের স‌ঙ্গে বাংলাদেশে আসছেন না ক্রিকেটার হা‌রিস রউফ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ২০ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। -- ই‌ন্ডি‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশন

সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা হারিস রউফ চোটে পড়েছেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৩১ বছর বয়সী এ তারকা পেসারের বাংলাদেশ সফর।

রউফ চোট পেয়েছেন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচে। গত শুক্রবারের ম্যাচটিতে মোটে ১ ওভার বল করেছেন সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসে খেলা এ পাকিস্তানি। চোটের কারণে পরে আর বল হাতে নেননি।  

চোট প্রসঙ্গে ইউনিকর্নস জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ পর্যায়ের চোটে পড়েছেন রউফ। এতে এমএলসির বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানি পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রউফের চোটের বিষয়টি নিশ্চিত করে ইউনিকর্নস উল্লেখ করেছে, ‘হারিস, আমরা তোমার পাশে আছি। সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস জানাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চেটে ২০২৫ এমএলসির বাকি অংশ খেলতে পারবেন না হারিস রউফ। তার পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টার দলে যুক্ত হচ্ছেন।

চোটে পড়ার আগে বল হাতে দুর্দান্ত ছিলেন রউফ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে পাকিস্তানি পেসার।

রউফের চোটের প্রকৃতি বা সেরে উঠতে কতদিন লাগতে পারে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের দলে নাও দেখা যেতে পারে ডানহাতি পেসারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়