শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিার বিগব‌্যাশ ডিসেম্বরে শুরু, খেল‌তে পা‌রেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন 

স্পোর্টস ডেস্ক : রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিপিএল) গত আসরে ডাক পেয়েও খেলতে পারেননি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই লিগে খেলার সুযোগ ছিল টাইগার লেগ স্পিনারের সামনে। কিন্তু এনওসি না পাওয়ায় রিশাদের খেলা হয়নি।

তবে আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছে। ইতোমধ্যে ১৫তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ১৪ ডিসেম্বর শুরু হবে বিবিএল। ২৫ জানুয়ারী মাঠে গড়াবে ফাইনাল। ১৫ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিশাদের দল হোবার্ট।

বিগ ব্যাশের প্রতিটি দল খেলবে দশটি করে ম্যাচ। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের ম্যাচ। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি।

তবে রিশাদের এবারও বিগ ব্যাশে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিপিএলের সূচি এখনো প্রকাশিত হয়নি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বিপিএল শুরু হলে বিগ ব্যাশে শুরুর দিকে কিছু ম্যাচ খেলতে পারেন রিশাদ। তবে সব কিছু নির্ভর করছে বিপিএল কখন শুরু হয় তার ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়