শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ ৩ জুলাই শুরু, বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, অংশ নে‌বে না ভারত

নিজস্ব প্রতি‌বেদক : আগামী ৩ জুলাই অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট চীনের দাজহু শহরে শুরু হ‌বে।
১১ দিনব‌্যাপী এই প্রতি‌যো‌গিতা আগামী ১৩ জুলাই শেষ হ‌বে,

মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত যুব হকি টুর্নামেন্টের সূচিতে বালক-বালিকা কোনো বিভাগেই ভারতের নাম নেই। তারা এই আসরে অংশ নেবে না। বাংলাদেশ বালক বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে। যে গ্রুপে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। 

বালক বিভাগে দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। অন্য দলগুলো ৫-৯ম পজিশনের জন্য লড়বে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে শেষ মুহূর্তে গোল হজম করে ট্রফিবঞ্চিত হয় বাংলাদেশ। 

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

বাংলাদেশ বালক-বালিকা দল গত পরশু বিকেএসপিতে অনুশীলন শুরু করছে। দু’টি দলই সম্পূর্ণভাবে বিকেএসপি নির্ভর। বিকেএসপির হকি বিভাগের শিক্ষার্থীরাই এতে অংশগ্রহণ করবে। তাই বিকেএসপির দুই কোচ দুই দলের দায়িত্বে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়