শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাবা-মায়ের সামনে ম্যাক্সওয়েলের অসাধারন এক সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : তার কাছ থেকে ১৫ বলে ১১ রান কিছুটা বেমানানই লাগে। তবে মজার ব্যাপার হলো এখান থেকেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। -- ডেই‌লি ক্রিকেট

বাবা-মাকে গ্যালারিতে রেখে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেললেন ৪৯ বলে করলেন ১০৬ রান। ১৩ ছক্কার সাথে হাঁকালেন ২ চার।

ম্যাচ শেষে বাবা-মাকে নিয়ে বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'সত্যিই অসাধারণ লাগছে। আমি রান করেছি, এমনটা তাঁরা খুব একটা দেখতে পান না। এমন ইনিংস তাঁদের সামনে খেলতে পেরে ভালো লাগছে।

ওকল্যান্ড কলিসিয়াম স্টেডিয়ামে দলের বিপদের সময়েই অবশ্য নেমেছিলেন ব্যাটিংয়ে। দল একটা সময় ভুগছিলো ৫ উইকেটে ৯২ রান তুলে। ম্যাক্সওয়েলও প্রথম ১৫ বলে করলেন ১১ রান।

পরের অবশ্য খোলস ছেড়ে বের হয়ে ২৯ বলেই ছুঁয়েছেন ফিফটি। বাউন্ডারি বলতে ৬ ছক্কা। এরপর সেঞ্চুরিতে গেলেন ৪৮ বলে, ১২ ছক্কার সাথে চার ২ টি।

শেষ পর্যন্ত অপরাজিত ৪৯ বলে ১৩ চার ২ ছক্কায় ১০৬ রানে। দল পেয়েছে ৫ উইকেটে ২০৫ রানের পুঁজি। প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স গুটিয়ে গেছে ৯৫ রানে।

১১৩ রানে জয় পাওয়ার পর ম্যাক্সওয়েল নিজের শুরুর ধীর গতির ব্যাটিং নিয়ে বলেন, 'শুরুটা অনেক ধীরগতির ছিল। তবে যখন বুঝলাম রান করতে হবে, তখন বোলারদের পেটানোর সিদ্ধান্ত নিই। শটগুলো কাজে লেগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়