শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কেড়ে নি‌য়ে‌ছে ভারতীয় ক্রিকেটারের প্রাণ, তেইশেই স্বপ্ন শেষ

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন একজন ক্রিকেটারও। ২৩ বছর বয়সী সেই ভারতীয় ক্রিকেটারের নাম দির্ধ প্যাটেল। 

গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে টেক অফ করার চল্লিশ সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। লন্ডনগামী সেই বিমানে ছিলেন দীর্ধ প্যাটেল। দির্ধ প্যাটেল ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাস্টার্স  করেছেন।  -- আজকাল

খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে। এই ক্লাবের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন দীর্ধ। ২৯টি উইকেটের পাশাপাশি ৩১২ রান করেন দীর্ধ। 

লিগের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের দীর্ধ প্যাটেলের মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করছে লিগ। পুল ক্রিকেট ক্লাবের ক্রুতিক প্যাটেলের ভাই দীর্ধ।

লিগের তরফ থেকে আরও বলা হয়েছে, ''লিডস মর্ডানিয়ান্স নিশ্চিত করেছে তাদের প্রথম ও দ্বিতীয় ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করবে।'' 

২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন দীর্ধ। দীর্ধর শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও ইঞ্জিনিয়ারিং স্কুলের রিডার জর্জ বারজিয়ানিস তাঁকে স্মরণ করে বলেন, ''দীর্ধ অসাধারণ এক মানুষ। ক্লাস চলাকালীন আমাকে এমন সব প্রশ্ন করত, সেগুলো শুনে আমার মনে হত বিষয়টার উপরে ওর অগাধ পাণ্ডিত্য।'' 

বারজিয়ানিস আরও জানান, স্নাতকোত্তর পর্ব শেষ করে নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ধ।  বারজিয়ানিস আরও বলেন, 'দীর্ধের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। ওর পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়