শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ‌্যম্পিয়ন‌শিপ জিতে দক্ষিণ আফ্রিকা পে‌লো ৩৬ লাখ ডলার, রানার্স অস্ট্রেলিয়া ২১ লাখ ৬০ হাজার

স্পোর্টস ডেস্ক : শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জেতার ২৭ বছর পর আবার আইসিসি ট্রফি জিতেছে তারা। টেস্ট বিশ্বকাপ জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ঘরে। ভারতও পাচ্ছে বেশ কিছুটা অর্থ।

ফাইনালের আগেই আইসিসি জানিয়েছিল, এ বারের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে দেশগুলিকে। সেই অনুযায়ী, টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাচ্ছে। যারা যত উপরে শেষ করেছে, তারা তত বেশি অর্থ পাবে।

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পাবে ৩৬ লাখ ডলার। এই অর্থ সে দেশের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে অনেকটাই কাজে লাগবে। রানার্স অস্ট্রেলিয়া পাবে ২১.৬ লাখ ডলার, টেস্ট বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। তারা পাবে ১৪.৪ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পাবে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের তহবিলে ঢুকবে ৯.৬ লাখ ডলার।

শ্রীলঙ্কা শেষ করেছে ষষ্ঠ স্থানে। তারা পাবে ৮.৪ লক্ষ ডলার বা ৭.১৮ কোটি টাকা। সপ্তম স্থানে থাকা বাংলাদেশ এবং অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ় পাবে যথাক্রমে ৬.১৫ কোটি এবং ৫.১৩ কোটি টাকা। সবার নীচে, নবম স্থানে শেষ করেছে পাকিস্তান। তারা পা‌বে  ৪.১০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়