শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কল‌ম্বিয়ার বিরু‌দ্ধে হার‌তে হার‌তে ড্র কর‌লো ১০ জনের আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকা‌পের বাছাই প‌র্বেও কল‌ম্বিয়ার কা‌ছে পরা‌জিত হ‌য়ে‌ছি‌লো আ‌র্জেন্টিনা, এবার সামান‌্য উন্ন‌তি তা‌দের, হার‌তে হয়‌নি, এবা‌রের বাছাই প‌র্বে কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারতে হারতে কোনোমতে ড্র ক‌রে‌ছে আর্জেন্টিনা। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকা এবং শেষদিকে ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও থিয়াগো আলমাদার শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ফিরেছে লিওনেল স্কালোনির দল। কলম্বিয়ার পক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল করেন লুইস দিয়াজ।

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হারের প্রতিশোধ নিতে মরিয়া ছিল আর্জেন্টিনা। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা লিওনেল মেসি এই ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন। বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসি একটি আক্রমণ দিয়ে ম্যাচ শুরু করলেও, অল্প সময়ের মধ্যেই কলম্বিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

বল দখলে পিছিয়ে থেকেও পাল্টা আক্রমণে তারা আর্জেন্টিনাকে চাপে রাখে এবং গোলের প্রচেষ্টায় এগিয়ে ছিল। ম্যাচের ২৪তম মিনিটে লিভারপুলের তারকা লুইস দিয়াজ এক দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে কলম্বিয়াকে এগিয়ে দেন।  
ম্যাচের ৩০ মিনিটে আর্জেন্টিনা প্রায় সমতা এ‌নে‌ছি‌লো, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। বিরতির আগেও আর্জেন্টিনা বেশ কয়েকবার চেষ্টা করলেও কলম্বিয়ার সুদৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করলেও কলম্বিয়ার ডিফেন্স তাদের আটকে রেখেছিল। ৬৩ মিনিটে এনজো ফার্নান্দেজ একটি সহজ সুযোগ নষ্ট করেন। এরপর ৬৮ মিনিটে স্বাগতিকরা গোলের কাছাকাছি গিয়েও হতাশ হয়। ম্যাচের ৭০ মিনিটে আর্জেন্টিনার বিপদ আরও বাড়ে যখন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করার কারণে তিনি এই কার্ড দেখেন।

১০ জনের দলে পরিণত হওয়ার পরেও আর্জেন্টিনা হাল ছাড়তে রাজি ছিল না। বরং আর্জেন্টাইন কোচ স্কালোনি ৭৭ মিনিটে পিছিয়ে থাকা অবস্থাতেই লিওনেল মেসিকে তুলে নেন। তার বদলে মাঠে নামেন এজেকিয়েল পালাসিওস। একে তো মাঠে নেই মেসি তার ওপর একজন খেলোয়াড় কম - এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানো নিয়ে যখন সংশয় তৈরি হচ্ছিল, ঠিক তখনই চমক দেখান থিয়াগো আলমাদা। ৮১ মিনিটে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান তিনি।

লিড হারিয়েও শেষ পর্যন্ত কলম্বিয়া জয়ের চেষ্টা চালিয়ে যায়। ৮৬ মিনিটে তাদের একটি সুযোগ পোস্টে লেগে ফিরে আসে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ১৬ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলম্বিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়