শিরোনাম
◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শোকাহত ভারতের ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক : শো‌কের মাতম বই‌ছে ভারতজু‌ড়ে, বৃহস্প‌তিবার (১২জুন) ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘ‌টে, এতে প্রায় ৩০০ জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। মন কাঁদছে কোহলি-রোহিতদেরও। ক’দিন আগেই গুজরাটের যে শহরে আইপিএল জিতে উদযাপনে মেতেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেখানেই আজ শোকের মাতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যথিত সব পোস্ট দিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।

ভিরাট কোহলি লিখেছেন, আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবরে মর্মাহত। ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা লেখেন, আহমেদাবাদ থেকে সত্যিই দুঃখজনক ও বিব্রতকর খবর এলো। নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। এই কঠিন সময়ে তারা যেন শক্তি পান।
মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত হরভজন সিং। সকল ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনারত তিনিও। শোক জানিয়েছেন ইরফান-ইউসুফ পাঠান, সুরিয়া কুমার ইয়াদাভও।

আফগান অলরাউন্ডার রশিদ খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে সত্যিই মর্মাহত। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন রশিদ।

ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে তার মনটা ভারাক্রান্ত। লিখেছেন, এ ধরনের মুহূর্তে আমাদের কাছে যা থাকে, তা হলো বিশ্বাস।

দেশটির বৈশ্বিক শিরোপাজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু লিখেছেন, প্রত্যেক শোকাহত হৃদয়কে ঘিরে রাখুক ভালোবাসা। অলিম্পিকে স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ চোপড়া জানান, আহমেদাবাদের ঘটনায় সামনে আসা দৃশ্য দেখে হৃদয় ভেঙে যাচ্ছে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো। বৃহস্পতিবার রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয় সেটি। বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। এদের মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়