শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার-২

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যান এর বাড়ীর পিছন থেকে ২জনকে ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

জানাযায়, পুলিশ অভিযানে গেলে ২জন লোক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদ্বয়কে ধৃত করা হয়। আসামীদের আটক করে তল্লাশীকালে ধৃত আসামী মোঃ পারভেজ এর পরিহিত প্যান্টের পিছনে কোমড়ে রক্ষিত অবস্থায় ১টি বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN U.S.A 7.65 লেখা আছে এবং ধৃত আসামী মোহাম্মদ সাকিবকে তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে ১(এক) রাউন্ড 7.65 পিস্তলের গুলি লোড অবস্তায় ১টি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ লাইসেন্স নাই। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামীদ্বয় বিভিন্ন অপরাধের সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে জানাগেছে। ধৃত আসামীরা হলো- জেলার রাউজান থানার গুজরা ইউনিয়নের মন্ডল বাড়ির মীরধারপাড়া গ্রামের মোঃ হেলাল ও রেখা বেগমের ছেলে মোঃপারভেজ এবং অপরজন একই এলাকার নুরুল আলম ও রিনু আক্তারের ছেলে মোহাম্মদ সাকিব।

আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে এসআই(নিঃ) সাইফুল আলম বাদী হয়ে এজাহার দায়ের করেন এবং রাউজান থানার মামলা নং-৯, তাং-১৩/০৬/২০২৫ইং, ধারা-১৮৭৮  সালের অস্ত্র আইনের 19A/19(f) রুজু করা হয়। অভিযানে নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) সাইফুল আলমসহ রাউজান থানার সঙ্গীয় ফোর্সসহ সাথে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়