শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের বিয়ে নিয়ে বিরোধ: শ্বশুরবাড়ির হামলায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে ছেলের শ্যালকসহ শ্বশুরবাড়ির লোকজনের হামলায় দিপালী রানী দাস (৫৫) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন ওই নারী।

নিহত দিপালী ওই এলাকার প্রয়াত শৈলেন দাসের স্ত্রী। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কনের বাবা-মাসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী সুকেশ দাসের মেয়ে সুইটি দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শৈলেন দাসের ছেলে সবুজ দাসের। সুইটি দাসের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। দুই বছর আগে সুইটি ও সবুজ গোপনে আদালতে বিয়ে করেন।
বিষয়টি জানাজানি হলে সুইটির পরিবার তাকে জোরপূর্বক ভারতের ত্রিপুরায় তাদের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে সুইটিকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে পালিয়ে সীমান্তের তারকাটা পেরিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করে।

কিন্তু তাকে ভারতের পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। বিষয়টি জানতে পেরে সবুজ ত্রিপুরায় তার এক আত্মীয়ের মাধ্যমে আইনজীবী নিয়োগ করে সুইটিকে জামিনে মুক্ত করে দেশে নিয়ে আসেন। 
দেশে আসার পর তারা দুজন ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরো চরম পর্যায়ে পৌঁছে। সবুজের পরিবারকে নানাভাবে হুমকি–ধমকি দেয় সুইটির পরিবার।

ফলে সবুজের পরিবার এলাকা ছেড়ে চলে যায়। এক মাস আগে তারা নিজ বাড়িতে ফিরে।

এরই জেরে মঙ্গলবার সকালে সুইটির পরিবারের পক্ষ নিয়ে স্থানীয় এক যুবক সবুজের পিসাকে হুমকি দেয়। দুপুরে দুই পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সবুজের বাড়িতে ঢুকে সুইটির ভাই নিলয়সহ আরো কয়েকজন হামলা করে। এ সময় ইটের আঘাতে সবুজের মা দিপালী দাস গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রেজা জানান, এ ঘটনায় সুইটির পরিবার মা-বাবাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়