শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ‌্যা‌ম্পিয়ন‌শিপ ফাইনাল জিত‌তে আফ্রিকাকে ২৮২ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা আ‌গের দিনই পেসারদের দাপটে  অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল। তৃতীয় দিনের শুরুতে আরেকটি উইকেট তুলে নিয়ে তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার পথেও ছিল তারা। তবে শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে মিচেল স্টার্কের অর্ধশত রানের জুটিতে বড় লিড পেয়েছে অজিরা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলতে হবে টেম্বা বাভুমার দলকে। -- অলআউট স্পোর্টস

শুক্রবার লর্ডসে ফাইনালের তৃতীয় দিন ২১৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০৭ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

তবে লর্ডসের এই উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা মোটেও সহজ হবে না। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া কাগিসো রাবাদার পেস তোপে প্রথম ইনিংসে অলআউট হয় ২১২ রানে। তবে প্রতিপক্ষকে অল্পতে আটকেও সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। প্যাট কামিন্সের আগুন ঝরানো বোলিংয়ে তারা ১৩৮ রানে গুটিয়ে যায়।

৮ উইকেটে ১৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু বর্তমান চ্যাম্পিয়নরা দিনের তৃতীয় ওভারে হারায় ন্যাথান লায়নের উইকেট। ২ রান করা এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। তবে শেষ উইকেটে স্টার্ক ও হ্যাজেলউডের গুরুত্বপূর্ণ ৫৯ রানের জুটিতে আড়াইশ রানের লিড পার করে অস্ট্রেলিয়া।

আগের দিনের শেষ ওভারে জীবন পাওয়া স্টার্ক ক্যারিয়ারের একাদশ ফিফটি তুলে নেন ১৩১ বলে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে এইডেন মারক্রামের বলে ১৭ রান করা হ্যাজেলউড আউট হলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৫৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রাবাদা এই ইনিংসে শিকার করেন ৪ উইকেট। এনগিডি নেন ৩ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়