শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৯ ছক্কা, ৪৯ বলে ১৫০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিলেন  কিউই ব্যাটার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ভেঙে গেল ক্রিস গেলের একটি রেকর্ড। এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে নতুন নজির গড়লেন  নিউ জ়িল্যান্ডের ব‌্যাটার  ফিন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে কীর্তি গড়েছেন কিউয়ি ব্যাটার। ২০ ওভারের ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এত দিন যুগ্ম ভাবে ছিল গেল এবং সাহিল চৌহানের দখলে। তাঁরা টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ইনিংসে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। তাঁদের সেই রেকর্ড হাতছাড়া হল অ্যালেনের দাপটে।

মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। টিম সেইফার্ট, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো সতীর্থেরা দ্রুত আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্তে অবিচল ছিলেন অ্যালেন। দলের রান তোলার গতি একাই বজায় রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন তিনি। ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান। ২০ বলে করেন ৫০। এর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। শতরান পূর্ণ করেন ৩৪ বলে। দু’টি ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন। ৫১ বলের ইনিংসে নিউ জ়িল্যান্ডের ব্যাটার মেরেছেন ৫টি চার এবং ১৯টি ছক্কা। রাচিন রবীন্দ্র, মিচেল ওয়েন, গ্লেন ফিলিপস, জ্যাক এডওয়ার্ডসের মতো বোলারদের নিয়ে এক রকম ছেলেখেলা করেন ২৬ বছরের ক্রিকেটার। 

তাতেই তৈরি হয়েছে নতুন রেকর্ড। ভেঙে গিয়েছে গেলদের রেকর্ড। আরও দু’টি নজির গড়েছেন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির গড়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউ জ়িল্যান্ডের কোনও ব্যাটারের দ্রুততম শতরান। দলের ইনিংসের ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কা মারতে গিয়ে ওয়েনের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। তাঁর এই ইনিংসের সুবাদে সান ফ্রান্সিসকো করে ৫ উইকেটে ২৬৯। জবাবে ১৩.১ ওভারে ১৪৬ রানে শেষ হয়ে যায় ওয়াশিংটনের ইনিংস।

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে পরিচিত অ্যালেন। দেশের হয়ে ২২টি এক দিনের ম্যাচ এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৬৩.২৭। যা নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়