স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা। -- ক্রিকেটপাকিস্তান
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন অভিজ্ঞ রঞ্জন মাধুগালে। শ্রীলঙ্কান এই রেফারি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৮০০’র বেশি ম্যাচ পরিচালনা করেছেন, যা তাকে অন্যতম অভিজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এছাড়া আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা, আসিফ ইয়াকুব, ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ।
প্রথম টি-টোয়েন্টির অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার থাকবেন ফয়সাল খান আফ্রিদি।
দ্বিতীয় টি-টোয়েন্টির অন-ফিল্ড আম্পায়ার রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব।
তৃতীয় টি-টোয়েন্টিতে আহসান রাজা ও আসিফ ইয়াকুব অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ফয়সাল খান আফ্রিদি থাকবেন তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রশিদ রিয়াজ।