শিরোনাম
◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায়

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রোববার আসছে নতুন নোট, নকশায় থাকছে ঐতিহাসিক স্থাপত্য

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার (১ জুন) থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার ব্যাংক নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের এই নোটগুলো প্রথমবারের মতো ইস্যু করা হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে শুরু হয়ে পরবর্তীতে অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমকে ভিত্তি করে সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন ডিজাইন ও সিরিজের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম দফায় ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

নতুন এই নোটের পাশাপাশি প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও চালু থাকবে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপা হয়েছে, যা নির্ধারিত মূল্যে পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘরে।

নতুন ১০০০ টাকার নোটের ডিজাইনে রয়েছে দেশের ইতিহাস ও স্থাপত্যশৈলীর ছাপ। ১৬০ মিমি বাই ৭০ মিমি আকারের এই নোটটি ১০০ শতাংশ কটন কাগজে ছাপা এবং এতে প্রাধান্য পেয়েছে বেগুনি রঙ। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নোটটির সম্মুখভাগে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি ও শাপলা ফুলের অলংকরণ, যেখানে মাঝখানে মুদ্রিত আছে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান। পেছনের অংশে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। চার কোনায় মূল্যমান উল্লেখের পাশাপাশি ডান পাশে রয়েছে উলম্বভাবে লেখা ‘১০০০’।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য মূল্যমানের নোটেও পর্যায়ক্রমে এই থিম ও ডিজাইন অনুসরণ করে নতুন সিরিজ ইস্যু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়