শিরোনাম
◈ সংবিধান সংস্কার থেকে নির্বাচনকালীন সরকার: রাজনৈতিক দলগুলোর দাবি ও যুক্তি কী বলছে? ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মাঠ কাঁপা‌তে জুনে দে‌শে আস‌ছেন তিন প্রবাসী ফুটবলার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলে নতুন উন্মাদনা যোগ হ‌চ্ছে প্রবাসী ফুটবলারদের আগমন। জু‌নেই সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়াই বাংলা‌দেশ দ‌লের, লাল-সবুজের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম এবং এর আগেই, ৩০ মে দেশে আসছেন ফাহমিদুল ইসলাম।

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সমিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সদ্য শেষ হওয়া মৌসুম এবং ব্যক্তিগত ব্যস্ততা থেকে ফিরে তাদের ক্লান্তি বিবেচনায় রেখে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে এই দুই ফুটবলারকে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, হামজার তো অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ফ্লাইটের সূচি অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে। আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়।

সমিত সোমের ক্লাব ম্যাচ রয়েছে ৩১ মে, আর হামজার শেষ ম্যাচ ২৪ মে। তাই ক্যাম্পের শুরু থেকে তাদের পাওয়া কঠিন হতে পারে বলেও জানান আমের খান। ৩০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পে অবশ্যই থাকবেন ফাহমিদুল ইসলাম, যিনি স্প্যানিশ কোচের অধীনে প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নেবেন।

ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে ঘিরেই মূল স্কোয়াড গঠনের পরিকল্পনা চলছে। জাতীয় দলের ম্যানেজার আরও জানান, কোচ কয়েকটা ম্যাচ দেখবেন। এরপর উনার যে পরিকল্পনা আছে, স্কোয়াড আছে, ওইটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে দল সাজাবেন।

প্রবাসী ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া উন্মাদনায় নতুন আশার আলো দেখছে দেশের ফুটবলপ্রেমীরা। এবার মাঠে সেই আশার প্রতিফলন দেখতে মুখিয়ে আছেন সবাই। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়