শিরোনাম
◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ক্রিকেটার জো রুট ভাঙ‌লেন শচীন টেন্ডুলকারের রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা ব‌্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাছ খেলতে নামার আগে মাত্র ২৮ রান দরকার ছিল তাঁর, আর সেই প্রয়োজনীয় রান অনায়াসেই তুলে নিয়ে রুট গড়লেন ইতিহাস। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১৩,০০০ রান পূর্ণ করার রেকর্ড এখন তাঁর দখলে। -- চ‌্যা‌নেল২৪

মাত্র ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে দিয়েছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩,০০০ রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। এছাড়া ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতেরই শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন এই তালিকায় রুটের আগে।

তবে ইনিংসের হিসাবে কিছুটা পিছিয়েই আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও, এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩,০০০ রান ছুঁয়েছেন। বিশ্বব্যাপী তিনি হয়েছেন মাত্র পঞ্চম ব্যাটার, যাঁর নামের পাশে রয়েছে এই রেকর্ড।

২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন জো রুট। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকতা, ধৈর্য, আর ম্যাচ পাঠ করার অসাধারণ দক্ষতায় রুট গড়েছেন একের পর এক রেকর্ড।

এই অর্জনের ফলে টেস্ট ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দৌড়েও এখন অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রুট। সময়ের সাথে যদি তাঁর ফর্ম এবং ফিটনেস অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো শচীন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়