শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গিল নয়, বুমরাহ‌কেই টেস্টে অধিনায়ক করা হোক, চাইছেন সু‌নিল গাভাস্কার 

স্পোর্টস ডেস্ক : টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। কে হবেন পরবর্তী অধিনায়ক?‌ কোটি টাকার প্রশ্ন। শুভমান গিলের পাল্লা ভারি বলে অনেকেই মনে করছেন। খুব শীঘ্রই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে বিসিসিআই। তখনই জানা যাবে সবটা। বিরাটের পরিবর্ত হিসেবেই বা কাকে বেছে নেওয়া হবে জানা যাবে তাও।

জসপ্রীত বুমরা অধিনায়ক হতে চান না। এমনটাই নাকি তিনি বোর্ডকে জানিয়েছেন। তাছাড়া বুমরার ফিটনেস ও ওয়ার্কলোডের কথা ভেবে বোর্ডও বুমরাকে সেই দায়িত্ব দিতে চাইছে না বলে সূত্রের দাবি। কিন্তু দেশের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কার চাইছেন দায়িত্বটা বুমরাকেই দেওয়া হোক।

গাভাস্কা‌রের কথায়, ‘‌ওয়ার্কলোড কতটা পড়বে তা সেই ক্রিকেটারই সবচেয়ে ভাল বোঝে। যদি অন্য কাউকে অধিনায়ক করা হয়, সে সমসময় বুমরার থেকে বাড়তি কিছু চাইবে। তখন বুমরাকে অতিরিক্ত ওভার বল করতে হবে। আর বুমরা যে দলের একনম্বর বোলার সে বিষয়ে তো সন্দেহ নেই। তাই এই চাওয়াটা অমূলকও নয়। তবে বুমরারও মনে হতে পারে এখন একটু বিশ্রাম দরকার। এই ওয়ার্কলোডের ব্যাপারটা থাকবেই সর্বোচ্চ লেভেলে। তাই মনে হয় দায়িত্বটা বুমরাকেই দেওয়া উচিত। যাতে সে এটা ভাল বুঝবে কখন বল করতে হবে, কত ওভার করতে হবে। কখন বিশ্রাম নিতে হবে।

প্রসঙ্গত, বুমরার নেতৃত্বেই শেষ বর্ডার–গাভাস্কার ট্রফিতে একটিমাত্র টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এতটাই লোড নিতে হয়েছিল যে সিডনি টেস্টে চোটই পেয়ে যান বুমরা। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। সানির কথায়, ‘‌বুমরা হয়ত ইংল্যান্ডে টেস্ট ম্যাচ মিস করবে না। কিন্তু তুমি যদি সময় দাও তাহলে বুঝতে পারবে কখন থামতে হবে।

আমার মতে বুমরাকে সময় দাও। ইংল্যান্ডে প্রথম টেস্টের পর আট দিনের ব্যবধান রয়েছে। সুস্থ হওয়ার যথেষ্ট সময় রয়েছে। তারপর টানা দুটি টেস্ট রয়েছে। তারপরের টেস্টের আগে কিছুদিনের ব্যবধান আছে। তারপর আরও একটা টেস্ট। তাই বুমরাকে অধিনায়ক করলে সেই সবথেকে ভাল বুঝবে কখন সে নিজেকে ব্যবহার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়