শিরোনাম
◈ ‌লিভারপু‌লের পর্তুগিজ ফুটবলার জোতা সড়ক দুর্ঘটনায় মারা গে‌ছেন ◈ অ‌স্ট্রেলিার বিগব‌্যাশ ডিসেম্বরে শুরু, খেল‌তে পা‌রেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন  ◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপু‌লের মোহম্মদ সালাহ তৃতীয়বার বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল চল‌তি মওসু‌মে শিরোপা পুনরুদ্ধার করেছে। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন এই মিশরীয় ফরোয়ার্ড। 
  
শুক্রবার (৯ মে) প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী হিসেবে সালাহর নাম ঘোষণা করা হয়। এফডব্লিউএ বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই শতাব্দিতে পুরস্কারটি জয়ের এতটা পার্থক্য এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাহর ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক। লড়াইয়ে আরও ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক ও আর্সেনালের ডেক্লান রাইস। চার ম্যাচ হাতে লিভারপুলের এবারের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮টি গোল করেছেন সালাহ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। গত সাড়ে তিন দশকে লিভারপুল এই দুটি লীগ শিরোপাই জিতেছে। এবারের বর্ষসেরার পুরস্কারটি জিতে একটি রেকর্ড ছুঁয়েছেন সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এটা জিতলেন মিশরের স্ট্রাইকার। এর আগে তিনবার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। 

মেয়েদের বিভাগে এই পুরস্খার জিতেছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার অ্যালেস্সিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে একটি অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ইংলিশ ফুটবলে মৌসুমে সেরা পারফরমারকে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়