শিরোনাম
◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ ◈ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৫৯২ মামলা ◈ পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প ◈ আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব: আসিফ নজরুল (ভিডিও) ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপু‌লের মোহম্মদ সালাহ তৃতীয়বার বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল চল‌তি মওসু‌মে শিরোপা পুনরুদ্ধার করেছে। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন এই মিশরীয় ফরোয়ার্ড। 
  
শুক্রবার (৯ মে) প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী হিসেবে সালাহর নাম ঘোষণা করা হয়। এফডব্লিউএ বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই শতাব্দিতে পুরস্কারটি জয়ের এতটা পার্থক্য এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাহর ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক। লড়াইয়ে আরও ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক ও আর্সেনালের ডেক্লান রাইস। চার ম্যাচ হাতে লিভারপুলের এবারের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮টি গোল করেছেন সালাহ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। গত সাড়ে তিন দশকে লিভারপুল এই দুটি লীগ শিরোপাই জিতেছে। এবারের বর্ষসেরার পুরস্কারটি জিতে একটি রেকর্ড ছুঁয়েছেন সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এটা জিতলেন মিশরের স্ট্রাইকার। এর আগে তিনবার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। 

মেয়েদের বিভাগে এই পুরস্খার জিতেছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার অ্যালেস্সিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে একটি অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ইংলিশ ফুটবলে মৌসুমে সেরা পারফরমারকে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়