শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (৮ মে) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ইএসপিএন/ চ‌্যা‌নেল২৪

রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়। বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর বেশিরভাগ খেলোয়াড়ই সংযুক্ত আরব আমিরাতে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া ড্রোন নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান অভিযোগ করেছে, ড্রোনগুলো ভারতের এবং এসব ড্রোন পাকিস্তানের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। ভারত দাবি করেছে, তারা কাশ্মীরের পাহলগামে এপ্রিল মাসে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান ত্যাগ করে ইউএই-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। পিসিবি জানিয়েছে, লিগের নতুন সূচি ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

মূল সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে চারটি, মুলতানে একটি এবং লাহোরে শেষ তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এখন সবগুলো ম্যাচই ইউএইতে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পিএসএলের ইতিহাসে এটি নতুন কিছু নয়। ২০১৬ সালে শুরু হওয়া এই লিগের প্রথম দুটি আসরই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এমনকি ২০২১ সালের ষষ্ঠ আসরের একটি অংশও কোভিড-১৯ মহামারির কারণে সেখানে স্থানান্তর করা হয়েছিল।

এদিকে পিএসএলের পরিবর্তিত সূচির কারণে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচিও প্রভাবিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দল পিএসএল ফাইনালের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়