শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (৮ মে) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ইএসপিএন/ চ‌্যা‌নেল২৪

রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়। বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর বেশিরভাগ খেলোয়াড়ই সংযুক্ত আরব আমিরাতে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া ড্রোন নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান অভিযোগ করেছে, ড্রোনগুলো ভারতের এবং এসব ড্রোন পাকিস্তানের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। ভারত দাবি করেছে, তারা কাশ্মীরের পাহলগামে এপ্রিল মাসে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান ত্যাগ করে ইউএই-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। পিসিবি জানিয়েছে, লিগের নতুন সূচি ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

মূল সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে চারটি, মুলতানে একটি এবং লাহোরে শেষ তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এখন সবগুলো ম্যাচই ইউএইতে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পিএসএলের ইতিহাসে এটি নতুন কিছু নয়। ২০১৬ সালে শুরু হওয়া এই লিগের প্রথম দুটি আসরই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এমনকি ২০২১ সালের ষষ্ঠ আসরের একটি অংশও কোভিড-১৯ মহামারির কারণে সেখানে স্থানান্তর করা হয়েছিল।

এদিকে পিএসএলের পরিবর্তিত সূচির কারণে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচিও প্রভাবিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দল পিএসএল ফাইনালের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়