শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌বি‌পি‌কে গৌতম গম্ভীর: পাকিস্তানের সঙ্গে ভারতের নিরপেক্ষ ভেন্যুতেও খেলা উচিৎ নয়

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারতীয় মহলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি আরও জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতেও খেলার বিরোধিতা করেছেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক আলোচনায় অংশ নিয়ে গম্ভীর বলেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, (নিরপেক্ষ ভেন্যুতেও খেলা নিয়ে) সম্পূর্ণভাবে না। যতক্ষণ না সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হচ্ছে না, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্কই চলমান থাকা উচিৎ নয়।’

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে এরই মধ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে টানাপড়েন বেড়েছে।

২০১৩ সালের জানুয়ারির পর ভারত-পাকিস্তান আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। কেবল আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হয় তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে ২০২৭ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে খেলার একটি সাময়িক সমঝোতায় পৌঁছালেও সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সেই চুক্তির ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গম্ভীর বলেন, ‘কোনো ক্রিকেট ম্যাচ, বলিউড কিংবা অন্য যেকোনো ধরনের পারস্পরিক সম্পর্কই ভারতীয় নাগরিক ও সৈন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। পরিবারের কাউকে হারানোর কষ্টের সঙ্গে এসবের তুলনা চলে না. তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার ও বিসিসিআইয়ের উপর নির্ভর করছে বলেও জানান গম্ভীর।

‘এসব বিষয় আমার হাতে নেই, এটি সরকারের এবং বিসিসিআইয়ের বিষয়। তারা যা ঠিক মনে করবে, আমরা সেটাই মেনে নেব। এই সিদ্ধান্ত নিয়ে আর কোনো রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত নয়,’—বলেছেন সাবেক এই অধিনায়ক।

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, বরং তা দুই দেশের সামগ্রিক সম্পর্কের প্রতিচ্ছবিই হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়