শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল

স্পোর্টস ডেস্ক ; শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিতর্কিত রান আউট হন শুভমন গিল। চূড়ান্ত হতাশ হয়ে মাঠ ছাড়েন গুজরাটের অধিনায়ক। ১৩তম ওভারের ঘটনা। জিশান আনসারির একটি বল শর্ট ফাইন লেগের দিকে ঠেলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন জস বাটলার। হর্ষল প্যাটেল দ্রুত বল কুড়িয়ে স্টাইকারের দিকে সরাসরি বল ছোড়েন। স্ট্যাম্পের সামনে অপেক্ষা করছিলেন হেনরিচ ক্লাসেন।

গ্লাভস দিয়ে উইকেট ভাঙেন। দেখে মনে হয়েছিল, বল ধরার আগেই গ্লাভস দিয়ে উইকেট ভেঙে দেন। রিভিউ নেওয়া হয়। ক্লাসেনের গ্লাভসে না বল দিয়ে স্ট্যাম্প ভাঙা হয়েছে দেখেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। একাধিক রিপ্লে দেখার পর আউট দেন। জানান, বল স্ট্যাম্পে লেগেছিল। সিদ্ধান্তে চমকে যান শুভমন। একইসঙ্গে প্রচণ্ড ক্ষিপ্ত হন। কিন্তু প্যাভিলিয়নের দিকে হাঁটা মারা ছাড়া কোনও উপায় ছিল না। --- আজকাল

এই ঘটনা এখানেই শেষ হয়নি। তার রেশ চলে। ডাগআউটে ফেরার পর চুপ করে বসেননি শুভমন। টিভি আম্পায়ার মাইকেল গৌহের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর ওপর চড়াও হন। ভিডিও ফুটেজ থেকেই যা পরিষ্কার। ভাল খেলছিলেন গিল। ৩৮ বলে ৭৬ রান করেন। তাই ভুল আউট মেনে নিতে পারেননি। রিপ্লেতেও আপাত দৃষ্টিতে দেখে মনে হয় ক্লাসেন গ্লাভস দিয়েই উইকেট ভাঙেন। সাধারণত শান্ত স্বভাবের গিল।

খুব একটা রাগতে দেখা যায় না। কিন্তু এদিন মেজাজ ধরে রাখতে পারেননি গুজরাটের নেতা। গিলের এই মূর্তি দেখে অবাক নেটমাধ্যম। মন্তব্যে ভরিয়ে দিচ্ছে ভক্তরা। এদিন টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২২৪ রান তোলে গুজরাট। সর্বোচ্চ রান গিলের। ৭৬‌ করেন গুজরাটের অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়