স্পোর্টস ডেস্ক ; চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। -- ডেইলি ক্রিকেট
ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি, পাকিস্তানের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সফর স্থগিত করতে পারে দেশটি। তবে সিরিজ আয়োজন নিয়ে শঙ্কার কিছু দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
দেশের প্রথমসারির একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে, এই ধরনের কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে।
কোনো সিরিজের সূচি চূড়ান্ত করা হয় দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমেই। সব প্রক্রিয়া ঠিকভাবেই চলছে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই এবং যতটুকু যোগাযোগ রাখা দরকার, সবকিছুই হচ্ছে।