শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তিন দি‌নেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে বোলারদের কৃতিত্ব দিলেন মে‌হেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর হোয়াইট ওয়াশের শঙ্কা জেগেছিল। সেই সাথে শুরু হয়েছিল নানা সমালোচনা। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। 

টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি শিকার করেছেন ৫ উইকেট। তাতেই বড় জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর বোলারদের কৃতিত্ব দিয়েছেন মিরাজ। -- ডেই‌লি কি্রকেট

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে টাইগার এ অলরাউন্ডার বলেন, 'আমি খুব ভালো অনুভব করছি। আমরা প্রথম টেস্ট হেরে গিয়েছিলাম, এই ম্যাচটা আমাদের জিততেই হতো। ছেলেরা প্রত্যেকে ফিরে এসে জয় পেতে দারুণ রোমাঞ্চিত ছিল। এই জয়ের কৃতিত্ব আমাদের বোলারদের। তাইজুল আমাকে দারুণভাবে সহায়তা করেছে, পেসাররা অনেক সাহস ও দৃঢ়তা দেখিয়েছে এবং শেষ দিকে আমাকে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করতেও সাহায্য করেছে।

মিরাজ আরও যোগ করেন, 'আমি অনেক বছর ধরে খেলছি, মুশফিক ভাই ২০ বছর ধরে খেলছেন, মুমিনুল, শান্ত আর আমি — আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। সবাই আমাদের সমর্থন করেছে এবং এখানকার কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেই অভিজ্ঞতাও ভাগাভাগি করেছে।

প্রথম টেস্টে জিতেছিল জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারানোয় সিরিজে ফিরেছে সমতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়