শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হার‌লে হোয়াইটওয়াশ বাংলা‌দেশ, জিত‌লে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে সি‌রিজ ড্র,  চট্টগ্রা‌মে সোমবার দ্বিতীয় টেস্ট

নিজস্ব প্রতি‌বেদক: চট্টগ্রাম জহুর আহ‌মেদ চৌধুরী স্টে‌ডিয়া‌মে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট মোকা‌বিলায় নাম‌বে বাংলা‌দেশ, সকাল ১০টায় খেলা শুরু হ‌বে, সি‌রি‌জের প্রথম ম‌্যাচ হে‌রে ১-০‌তে পি‌ছি‌য়ে লাল সবু‌জের দল, তাই সি‌রিজ ড্র কর‌তে জ‌য়ের বিকল্প দেখ‌ছেন না অ‌ধিনায়ক নাজমুল হো‌সেন শান্ত, জ‌য়ের ব‌্যাপা‌রে দ‌লের সবাই দৃঢ় প্রত‌্যয়ী, 
অপর দি‌কে বাংলাদেশকে সিলেট টেস্টে হারিয়ে চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেয়েছিল জিম্বাবুয়ে। সিরিজ নিজেদের করে নিতে চট্টগ্রাম টেস্টেও স্বাগতিকদের হারাতে আত্মবিশ্বাসী তারা। তবে এই ম্যাচে বাংলাদেশের কাছে চ্যালেঞ্জের প্রত্যাশা করছেন দেশটির ওপেনার বেন কারেন।

কারেন ও ব্রায়ান বেনেটের ৯৫ রানের উদ্বোধনী জুটিতে সহজেই সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে ছিল জিম্বাবুয়ে। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ম্যাচ হারতে বসেছিল তারা। তবে টেইলএন্ডারদের দৃঢ়তায় ৩ উইকেট হাতে রেখে ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা। টেস্টে এটি জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

 কারেন বলেন, বাংলাদেশকে হারাতে সবসময়ই আত্মবিশ্বাসী। আমরা চেষ্টা করে যাব নিজেদের প্রক্রিয়া সঠিকভাবে চালানোর, নিজেদের সঠিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব। এখানের কন্ডিশন সিলেটের চেয়ে ভিন্ন হবে। ফলে আমাদের মানিয়ে নিতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে। ভিন্ন চ্যালেঞ্জ এখানে। সেসবের জন্য আমরা মুখিয়ে আছি।

প্রথম ম্যাচ হারায় সমতা দিয়ে সিরিজ শেষ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ফলে নিজেদের সেরা দিতেই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বিষয়টি জানেন কারেনও।

অবশ্যই আশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে, এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের সপ্তাহে আশা করি গত ম্যাচের মত করেই পারফরম্যান্স দেখাতে পারব আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়