শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে যে বিপদে পড়েছেন ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক: যা হচ্ছে চারিদিকে তাতে আমি একই সাথে মনঃক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ," এভাবেই এক বিবৃতিতে নিজের মনের কথা জানান ভারতের অন্যতম শীর্ষ অ্যাথলেট নিরাজ চোপড়া।

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনার রেশ পড়েছে ক্রীড়াঙ্গনেও। -- সূত্র, বি‌বি‌সি বাংলা

নিরাজ চোপড়া ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার, তিনি ভারতের হয়ে অলিম্পিক গেমসে ১টি স্বর্ণপদক ও ১টি রুপা জিতেছেন।

তার পক্ষ থেকে এক জ্যাভেলিন টুর্নামেন্টে পাকিস্তানি জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মি. চোপড়া জানিয়েছেন, "আরশাদ নাদিমের কাছে আমার যে আমন্ত্রণ গিয়েছে তা একজন অ্যাথলেটের সাথে একজন অ্যাথলেটের সম্পর্কের ব্যাপার, এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে কমও নয়।"

তিনি দাবি করছেন পহেলগামের ঘটনার অন্তত দুই দিন আগে আরশাদের কাছে আমন্ত্রণ গিয়েছে, তবে পহেলগামের হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

ভারত জানিয়েছে যে, পাকিস্তানের নাগরিকদের ইতোমধ্যে দেওয়া সব ভিসা ২৭শে এপ্রিলের পর বাতিল বলে গণ্য হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে "পাকিস্তানের নাগরিকদের ইতোমধ্যেই যেসব ভিসা দেওয়া হয়েছে, সেগুলো ২৭শে এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। আর যেসব পাকিস্তানিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে, তা ২৯শে এপ্রিল অবধি বৈধ থাকবে।

ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা এখনও সেদেশে আছেন, তাদের দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে।

এসবের মধ্যেই আরশাদ নাদিম ভারতে আসবেন না জানান, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশাদ নাদিমকে আমন্ত্রণের খবর নিরাজ চোপড়াকে রোষানলে ফেলে।

মি. চোপড়া বলছেন, শুধু তার দেশপ্রেমের প্রতিই প্রশ্ন তোলা হচ্ছে না, তাকে এবং তার পরিবারের উদ্দেশে অনেকেই কটুকথা বলছেন যা কাম্য নয়।

পহেলগামের হামলার ঘটনায় একটি টুইট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অনেকেই তার সাথে আরশাদ নাদিমের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তাকে 'দেশবিরোধী' আখ্যা দেয়ার চেষ্টা করেন।

কেউ কেউ লিখেছেন, কোথায় এখন তোমার ভাই নাদিম, তার কাছে যাও না কেন? 

-- নিরাজ চোপড়া ক্লাসিক' নিয়ে ব্যাখ্যা --

আরশাদ নাদিমকে আমন্ত্রণের বিষয়ে নিরাজ ব্যাখ্যা দেন এভাবে, "নিরাজ চোপড়া ক্লাসিকে আমাদের লক্ষ্য পৃথিবীর সেরা অ্যাথলেটদের আমন্ত্রণ জানানো, এরই অংশ ছিল নাদিমকে আমন্ত্রণ জানানো, পহেলগামে সন্ত্রাসী হামলার দুইদিন আগেই আমন্ত্রণ সবার কাছে চলে গিয়েছিল।"

গত ৪৮ ঘণ্টায় যা হয়েছে তাতে আরশাদ নাদিমের ভারতে আসার প্রশ্ন অনেক দূরে, আমার কাছে সবসময় দেশ এবং দেশের স্বার্থ সবার আগে, লিখেছেন নিরাজ চোপড়া।

ভারতের হয়ে দুইবার অলিম্পিক পদকজয়ী এই তারকা অ্যাথলেট লিখেছেন, বছরের পর বছর আমি আমার দেশের পতাকা বহন করি গর্বের সাথে। এখন যখন আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাও আমার সাথে আমার পরিবারকেও টানা হচ্ছে এটা আমার জন্য নিদারুণ কষ্টের।

নিজের বিবৃতির এক নিরাজ চোপড়া লিখেছেন, "আমরা সাধারণ মানুষ, দয়া করে আমাদের অন্য কিছু বানানোর চেষ্টা করবেন না। মিডিয়ার কিছু অংশ আমার সম্পর্কে অনেক মিথ্যা কথা ছড়িয়েছে, কিন্তু আমি চুপ থাকি বলে সেগুলো সত্যি হয়ে যায় না।

এর আগে নিরাজ চোপড়ার মা পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিমকে নিয়ে বেশ উচ্চ প্রশংসা করেছিলেন, সেসব মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কাঁটাছেড়া হচ্ছে।

আমি এখনো বুঝতে পারি না, মানুষ এত দ্রুত মত বদলায় কীভাবে। আমার মা এক বছর আগে খুব সাধারণভাবে একটি মন্তব্য করেছিলেন, তখন সবাই তার প্রশংসা করেছিল। আজ সেই একই কথা বলার জন্য অনেকেই তাকে আক্রমণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়