শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যার জন্য রেকর্ড দর্শক, সেই মেসি জাদু দেখা‌তে পা‌রেন‌নি

স্পোর্টস ডেস্ক ; ইন্টার মায়ামির মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। কিন্তু লিওনেল মেসির জাদু দেখতে বিপুল দর্শক চাহিদা থাকায় সেটি সরিয়ে নেওয়া হয় আরও বড় স্টেডিয়ামে। সেখানে রেকর্ড দর্শক উপস্থিতির সামনে স্বাগতিকদের হারিয়েছে মেসির দল। -- অলআউট স্পোর্টস

বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে কলম্বাসকে ১-০ গোলে হারায় মায়ামি। প্রথমার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন বেনজামিন ক্রেমাস্কি।

প্রথমে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলম্বাসের ২০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে। কিন্তু ব্যাপক দর্শক চাহিদায় সেটি সরিয়ে নেওয়া হয় প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণক্ষমতার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) স্টেডিয়াম হান্টিংটন ব্যাংক ফিল্ডে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বাস কর্তৃপক্ষ জানায়, ম্যাচে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৬১৪ জন দর্শক, যা এনএফএলের ম্যাচের বাইরে এই স্টেডিয়ামে সর্বোচ্চ।

তবে যার জন্য ভেন্যু পরিবর্তন সেই মেসি ম্যাচে তেমন ঝলক দেখাতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকার নিষ্প্রভ থাকার দিনে পাওয়া জয়ে চলতি মৌসুমে এমএলএসে এখন একমাত্র দল হিসেবে অপরাজিত আছে মায়ামি। ইস্টার্ন করফারেন্সে ৮ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে মেসি-সুয়ারেসরা।

যুক্তরাষ্ট্রে মেসির খেলা দেখা নিয়ে দর্শকদের উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। ক্যানসাস স্টেডিয়ামে মেসির খেলা সবশেষ ম্যাচে দর্শক ছিলেন ৭২ হাজার ৬১০ জন। গত সপ্তাহে শিকাগো ফায়ারের মাঠে উপস্থিত ছিলেন ৬২ হাজার ৩৫৮ দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়