শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

একই দ‌লে খেল‌তে পা‌রেন মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক ; লিও‌নেল মে‌সি ও ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ফুটবল ইতিহাসের দুই মহানায়ক। এই দুই তারকাকে একই দলের হয়ে মাঠে দেখার আকাঙ্ক্ষা ফুটবলপ্রেমীদের। কিন্তু কোনভাবেই তা সম্ভবপর হয়ে উঠছে। এবার একই দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা আবারও উঁকি দিচ্ছে। আর যার পেছনে রয়েছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। -- ইএসপিএন, চ‌্যা‌নেল২৪

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২০২২ সালে। তিন বছর পর বিদায়ী ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোমবোনেরায় আয়োজন করতে চান সেই ম্যাচ। ওলগায় দেয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানান, নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বন্ধু ও সতীর্থদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে চান তিনি।

তেভেজ বলেন, আমি বিদায়ী ম্যাচের আয়োজন করব। এখন শুধু সময় বের করার বিষয়। কারণ, যাদের চাই, তাদের সময় পাওয়া সহজ নয়।

তিনি আরও যোগ করেন, লিও (মেসি), ক্রিশ্চিয়ানো ওদের দু’জনকেই চাই। আমি নিজেই ওদের সঙ্গে যোগাযোগ করব। হোয়াটসঅ্যাপে ওদের নাম্বার সেভ করে রেখেছি!

আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসির সঙ্গে, আর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সঙ্গে। সেই সময়ের ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি, পল স্কোলস, ফন ডার সার, রিও ফার্ডিনান্ডদেরও চাই তেভেজের। 

জুভেন্টাস সময়ের সতীর্থ বুফন, চিয়েল্লিনি, বোনুচ্চি এবং আন্দ্রে পিরলোও আছেন তার পছন্দের তালিকায়। আর্জেন্টিনার রোমান রিকেলমেও নিশ্চিত থাকবেন বলে জানান তিনি।

মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন, আর রোনালদো রয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। তাদের সময় মেলানো কঠিন হলেও অসম্ভব নয় বলে আশাবাদী তেভেজ।

১৩টি ব্যালন ডি’অর জেতা এই দুই ফুটবলার সর্বশেষ একই ম্যাচে খেলেছেন ২০২৩ সালে পিএসজি–সৌদি অল স্টার ম্যাচে। তবে তেভেজের বিদায়ী ম্যাচে যদি এই দুই মহাতারকা একসঙ্গে মাঠে নামেন, তাহলে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। মেসি–রোনালদো এখন পর্যন্ত অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছেন ৩৬ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়