শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক ; দারুণ এক জয় উপহার দি‌লো হামজা চেধুরীর দল শে‌ফিল্ড ইউনাই‌টেড, ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে তারা। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অবশ্য ফাউল করে দেখেছেন হলুদ কার্ডও। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে গেল হামজারা। যমুনা নিউজ

শুক্রবার (১৮ এপ্রিল) ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে শেফিল্ড। দলের হয়ে গোল করেন গুস্তাভো হ্যামার ও ব্রেরেটন দিয়াজ।

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলে হামজারা। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ম্যাচের ৩৩তম মিনিটে দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আধিপত্য বজায় রাখে শেফিল্ড। ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। ৮৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রেরেটন দিয়াজ। ২-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে শেফিল্ড।
এই জয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলেS ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল শেফিল্ড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্নলি। চ্যাম্পিয়নশিপ থেকে মোট তিনটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল সরাসরি আর চার দলের প্লে-অফ থেকে সুযোগ পাবে অন্য দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়