শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

স্পোর্টস ডেস্ক ; লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। তবে এর আট বছর আগে বিশ্ব মঞ্চে শিরোপা খরা কাটানোর খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দেশকে দুটো বিশ্বকাপ জেতাতে না পারার কিছুটা আক্ষেপ এখনও আছে আর্জেন্টাইন মহাতারকার মাঝে। একই সঙ্গে কাতার আসরের ফাইনালে সাবেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে সহজে হারিয়ে শিরোপা জয়ের পথে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৮০তম ও ৮১তম মিনিটে দুই গোল করে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।

খেলা অতিরিক্ত সময়ে গড়ালে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলকে আবার সমতায় ফেরান এমবাপ্পে। টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। ক্যারিয়ারে প্রথমবারের মতো অধরা বিশ্বকাপের ছোঁয়া পান মেসি।

অবশ্য ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই এই ছোঁয়া পেতে পারতেন এই খুদে জাদুকর। কিন্তু সেবার মেসির সেই স্বপ্ন চুরমার করে দেন মারিও গোটজে। বদলি হিসেবে নামা এই মিডফিল্ডারের অতিরিক্ত সময়ের গোলে চতুর্থবারের মতো বিশ্ব সেরা হয় জার্মানি।

সম্প্রতি আর্জেন্টিনার একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মেসি। সেখানে ফাইনালে সাবেক পিএসজি সতীর্থ এমবাপ্পের পারফরম্যান্সের প্রসঙ্গ ধরে ব্রাজিল আসরে শিরোপা জিততে না পারার আক্ষেপের কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

“এমবাপ্পের মনে সেই শান্তিটা আছে যে, সে ২০১৮ বিশ্বকাপ জিতেছে। তবে ফাইনালে সে যা করেছিল তা একদম পাগলাটে ছিল। চারটি গোল করেছিল (টাইব্রেকারসহ) কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। একই জিনিস আমার সঙ্গেও হয়েছিল ২০১৪ সালে। আমার জন্য সেটা পীড়াদায়ক ছিল। আপনি যদি ফিরে তাকান এবং ভাবেন, ‘আমি দুটো শিরোপা জিততে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়