শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী ফুটবলার কৃষ্ণাও গেলেন ভুটানে লিগ খেল‌তে

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের আ‌রেক নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ভুটা‌নে রওনা হ‌য়ে গে‌ছেন সে দে‌শে ফুটবল লিগ খেল‌তে। বাংলাদেশের দশম ফুটবলার হিসেবে ভুটান গেলেন তিনি।

এর আগে, সাবিনা-ঋতুপর্ণাসহ সাফজয়ী ৯ ফুটবলার গেছেন ভুটানের লিগে অংশ নিতে। তবে ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় সবশেষ সদস্য হিসেবে আজ বুধবার (১৬ এপ্রিল) দেশটিতে গেলেন কৃষ্ণা।

সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটানের লিগে। তারা হলেন– সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার।

ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা।

পারো এফসির হয়ে খেলবেন সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আর থিম্পু সিটির জার্সিতে দেখা যাবে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারকে।

২০২২ সালের সাফজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন কৃষ্ণা রানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়