শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা! ◈ পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক, পক্ষে-বিপক্ষে কারা ◈ ভারত-পাকিস্তান লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা‌তিল হ‌লো রাজনৈতিক বৈ‌রিতায় ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের মধ্যস্থতায় যুদ্ধ‌বির‌তি‌তে সম্মতি ইসরায়েল ও সিরিয়ার ◈ গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগ সংগঠনের হরতালের ডাক আজ ◈ নিয়ম ভেঙ্গে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনতার ফাঁদ, ১০৩ কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে ধরা ‘মিস গলফ’ সীকা (ভিডিও) ◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে! ◈ মিরপু‌রে আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলাদেশ-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিত‌লো বাংলাদেশের যুবারা ◈ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বারপ্রা‌ন্তে  চেলসি

‌স্পোর্টস ডেস্ক ; ইং‌লিশ লি‌গে খুব একটা পারফর‌মেন্স দেখা‌তে না পার‌লেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে চেল‌সি। টুর্নামেন্টে শিরোপার ফেভারিট দল হিসেবে সেমিফাইনালে এক পা দিয়েছে স্ট্যামফোর্ডের দলটি।
 বৃহস্পতিবার (১০ এপ্রিল) রা‌তে ওয়ারশে কনফারেন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৩-০ উড়িয়ে দিয়েছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোল করে লিড এনে দেন অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী ফরোয়ার্ড টাইরিক জর্জ। এরপর ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোলের দেখা পান ননি মাদুয়েকে।

এই জয়ে প্রতিযোগিতায় শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছে চেলসি। গ্রুপ পর্বে দাপটের পর রাউন্ড অব সিক্সটিনে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে হারায় এনজো মারেস্কার শিষ্যরা। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তারা দেখিয়ে দিলো, আগামী ২৮ মে ট্রফির লড়াইয়ে তাদেরকে কেন ফেভারিট মনে করা হচ্ছে।

ম্যাচে আবারও হতাশ করেছেন কোল পালমার। কোনও ছাপ রাখতে না পারায় হাফটাইমে তাকে তুলে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে মাদুয়েকেকে নামাতেই চেলসির খেলাতে উন্নতির ছাপ স্পষ্ট। ম্যাচশেষে তরুণ জর্জ বলেছেন, ‘আমি গোল করতে পেরে সত্যিই খুশি। অনেক আনন্দ লাগছে। কয়েকটি ম্যাচ খেললাম, আমার প্রথম গোল করে ভালো লাগছে।’

শেষ আটের আরেক ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস ২-০ গোলে হারিয়েছে আরেক পোলিশ ক্লাব জাগিলোনিয়া বিয়ালিস্টককে। সুইডিশ ক্লাব জুরগার্ডেনসকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান ক্লাব র‍্যাপিড ওয়েনকে। আর ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ২-১ গোলে হারিয়েছে স্লোভিনিয়ার ক্লাব এনকে সেলজেকে। আগামী ১৭ এপ্রিল রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে সব দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়