শিরোনাম
◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি। অন্যদিকে এক ধাপ পিছিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল।

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র‌্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিললো। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়