শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হামজায় মুগ্ধ দর্শকরা, গোল মিসের মহড়ায় ভারতের বিরুদ্ধে ড্র করলো বাংলাদেশ 

এল আর বাদল : লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু জয়ের দেখা পেলো না বাংলাদেশ। ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারলেন না কেউই। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলো ভারত। তবে অভিষিক্ত হামজা চৌধুরীর কল্যাণে পারল না ভীতি ছড়াতে। একের পর এক সুযোগ হাতছাড়া করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।

মঙ্গলবার (২৫ মার্চ) মেঘালয়ের শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের দু’দলের ম্যাচটি গোলশূন্য হয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম একাদশে অভিষেক হয় প্রিমিয়ার লিগে খেলা হামজার। ভারতের ১০ শটের বিপরীতে গোলের জন্য বাংলাদেশ শট নেয় ৮টি। এর মধ্যে হৃদয়-মোরসালিনরা লক্ষ্যে রাখতে পারেন ৩টি।

কিক-অফের পরপরই সুযোগটি আসে বাংলাদেশের কাছে। প্রথম মিনিটে ভুল করে ভারত গোলরক্ষক বল দেন মিডফিল্ডার জনির কাছে। কিন্তু খালি পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা বাংলাদেশ দ্বিতীয় সুযোগটি হাত ছাড়া করে নবম মিনিটে। ডানপ্রান্ত থেকে মোরসালিনের ক্রস থেকে শাহরিয়ার ইমনের হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়। পরের মিনিটে কর্নার থেকে গোলকিপারের হাতে বল মারেন হামজা। এরপর আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। গোল কিক নেওয়ার সময় বল অধিনায়ক তপু বর্মনের পেছনে লেগে তা পোস্টের সামনে চলে যায়। কিন্তু ফাঁকা পোস্টে বল জালে জড়াতে ব্যর্থ হন হৃদয়। এরপর মোরসালিনের আরেকটি ক্রসে ঠিকমত মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ইমন।

এর মাঝে চোট পাওয়ায় ২১তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডিফেন্ডার তপু। এরপরই প্রথমবারের মতো ম্যাচে আক্রমণে যায় ভারত। ৩১তম মিনিটে দু’বার বল ফিরিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। বিরতির আগ দিয়ে আরেকটি সুযোগ হাতছাড়া করেন জনি। এবারও গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হতে শুরু করে স্বাগতিকরা। আক্রমণাত্মক ফুটবলে বেশির ভাগ সময় বলের দখল বাংলাদেশের অর্ধেই রাখে তারা। কিন্তু তেমন কোনো আক্রমণে যেতে পারেনি তারা। কর্নার থেকে পাওয়া বলে সুনীল ছেত্রীর হেড ঠেকিয়ে দেন হামজা। বাংলাদেশের হয়ে ম্যাচের নিয়ন্ত্রণও করেন বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডার।

৬১তম মিনিটে রাকিবের প্রেসিংয়ে আরেকটি ভুল পাস দিয়ে বসেন ভারত গোলরক্ষক। এবারও বলটি পান জনি। কিন্তু আগের দুইবার শট নিতে পারলেও এবার তিনি তা পারেননি।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিমের বুলেট গতির একটি শট কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। আগামী জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়