শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পয়েন্ট টেবিলের শীর্ষে, তবুও যে সমীকরনে ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে আর্জেন্টিনা!

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে প্রায় নিশ্চিত অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের পরবর্তী পাঁচ ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং ১৫ গোল হজম করে, তাহলেই কেবল বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। বাস্তবে, এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যেই সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতকাল বাছাইপর্ব শেষ করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে।

আগামী বুধবার (২৬ তারিখ) ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে স্কালোনির দলের। জয় পেলেও নিশ্চিতভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আলবিসেলেস্তেরা।

কনমেবল অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বরে রয়েছে ব্রাজিল। তাদের বিশ্বকাপে যেতে আরও কয়েকটি ম্যাচের প্রয়োজন হতে পারে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুইটি জয় পেলেই ব্রাজিল পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় চাইবে ব্রাজিলও।

এদিকে আসন্ন বড় ম্যাচের আগে দু’দলের কোচই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। চোট ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন। ব্রাজিল ইতোমধ্যেই চারজন তারকাকে হারিয়েছে। 

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ২৮ মিনিট খেলেই চোটে পড়েন মিডফিল্ডার গার্সন। ৭১ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস।

আর্জেন্টিনারও একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে থাকবেন না। পাশাপাশি অনিশ্চয়তায় আছেন রদ্রিগো ডি পলেরও। 

আগামী ম্যাচের ফলাফলই বলে দেবে, আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারে কি না। তবে বর্তমান পরিস্থিতিতে স্কালোনির দল প্রায় এক পা দিয়েই রেখেছে ২০২৬ বিশ্বকাপে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়