শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলি এখনই অবসর নেবেন না

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জানিয়েছিলেন অবসর এখনই নেবেন না তিনি। দলের সিনিয়র তারকা বিরাট কোহলিও বললেন একই কথা। ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন এখন অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে। 

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ওয়ানডে ও টেস্টে নিয়মিত খেলে যাচ্ছেন। খুব বেশি ছন্দ ধরে না রাখতে পারলেও দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। নিজের এই খেলা এখনও উপভোগ করে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। যতদিন উপভোগ করে যাবেন ততদিন অবসর নেবেন না বলে জানান তিনি।  

কোহলি বলেন, চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনো কীর্তি গড়ার জন্য খেলি না। 

কোহলি আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আগ্রহ থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার অনেক আলাপ হয়েছিল। সে আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে। কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়