শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাড়তি ঝুঁকি এড়াতে ব্রাজিলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলার নেইমার চোটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকার পর ব্রাজিল দলে ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নতুন চোটের কারণে জাতীয় দলের হয়ে তার মাঠে নামার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। দল থেকে ছিটকে যাওয়ার পর এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, বাড়তি কোনো ঝুঁকি এড়াতে দলের সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৭ মাস পর গত বৃহস্পতিবার কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষণা করা দলে ফেরেন নেইমার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর মারাত্মক চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই চোট কাটিয়ে আল-হিলালের হয়ে মাঠে ফেরার পর নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। সেখান থেকে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ৩৩ বছর বয়সী এই তারকা। ধীরে ধীরে ছন্দেও ফিরছিলেন তিনি। দলের হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

কিন্তু গত ২ মার্চ সান্তোসের হয়ে খেলার সময় নতুন করে পেশির চোট পান নেইমার। এই চোটের কারণে শুক্রবার জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। আর তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে।

দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার লেখেন, “আমার ফেরাটা খুব কাছে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বে বহন করা জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়