শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ লড়াই

স্পোর্টস ডেস্ক : দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল’র ফিরতি লেগে আজ বুধবার দিবাগত রাতে মুখোমুখি হবে। ম্যাচটি রাত ২টায় অনুষ্ঠিত হবে মেত্রোপলিতানো স্টেডিয়ামে।
এর আগে, মাদ্রিদ ডার্বির প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কখনই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি ডিয়াগো সিমিওনের দল। তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় আলভারেজরা। যমুনানিউজ

বিপরীতে, ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। তবে দলটির শঙ্কা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ক্লাবে নিজে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং। আর অনুশীলনের শেষ ৩০ মিনিটে নিজেকে পরখ করেছেন এই ফরাসি তারকা। নক আউট পর্বের সূচি ঠিক হওয়ার পরই অ্যাটলেটিকোর কোচ সিমিওনে বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।

যদিও প্রতিপক্ষের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ এ হার মানে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আজ কি আনচেলত্তির দলকে থামাতে পারবে সিমিওনের শিষ্যরা? এদিকে, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএসভিকে। সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত ২টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়