শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংলিশ লিগে চেলসির জয়, ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ড্র

স্পোর্টস ডেস্ক : জয়ের দেখা পেলো না ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। তবে জয়ের জন্য দুই দলই দুর্দান্ত পারফরম করেছে। অপরদিকে জয় পেতে ভুল করেনি চেলসি। তারা লেস্টার সিটিকে হারিয়ে জয় তুলে নিয়েছে। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ফ্রি কিকে বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেস। লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আর্সেনালের ওপর চড়াও হয় রেড ডেভিলসরা। তবে ৭৪ মিনিটে ডেকলান রাইসের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্সেনাল। এরপর বাকি সময়ে দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে ইউনাইটেডের মাঠে হার এড়ায় মিকেল আর্তেতার শিষ্যরা।

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেছনে থেকে টেবিলের দুইয়ে অবস্থান আর্সেনালের।
লিগের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। মার্ক কুক্কুরেলার একমাত্র গোলে জয় তুলে নেয় এনজো মারেস্কার দল। আক্রমণ-পালটা আক্রমণের পরেও এদিন স্টাম্পফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

তবে, দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শেষ হয় চেলসির অপেক্ষার প্রহর। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্প্যানিশ ডিফেন্ডার কুক্কুরেলার গোলে লিড নেয় চেলসি। একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় নীল জার্সিধারীরা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে সেরা চারে উঠেছে চেলসি। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট এখন ব্লুজদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়