শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে গেলে অবসরে যাবেন রোহিত শর্মা! 

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (৯ মার্চ) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা নামবে। এদিন ভারত ও নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলবে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নতুন করে আলোচনায় মেন ইন ব্লু শিবিরের অধিনায়ক রোহিত শর্মা। যদি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত হেরে যায়, তাহলে সেদিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে চলে যেতে পারেন রোহিত।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে গেলে, রোহিত অবসর নিতে পারেন। অপরদিকে, ভারত যদি জিততে পারে, তবে রোহিতের সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্টতা নেই।

যদি ভারত ফাইনালে জয়লাভ করে, তাহলে রোহিত ওয়ানডেতে কেবল খেলোয়াড় হিসেবেই থাকতে পারবেন এমন খবরও চাউর হয়েছে। রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন, এমন গুঞ্জনে যে দুটি নাম এসেছে। তারা হলেন, হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল।

সাম্প্রতিক সময়ে রোহিতের ব্যাট খুব একটা হাসছে না। চলতি চ্যাম্পিয়নস ট্রফির আসরে তার সর্বোচ্চ স্কোর ৪১, যা বাংলাদেশের বিপক্ষে।

রোহিতের ফর্ম নিয়ে কথা বলেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। বলেন, তাকে (রোহিত) এটাও ভাবতে হবে, আক্রমণাত্মকভাবে খেলা এক জিনিস, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার জন্যও কোথাও না কোথাও একটু বিচক্ষণতা থাকতে হয়। একজন ব্যাটসম্যান হিসেবে তুমি কি ২৫-৩০ রান করে খুশি? তোমার তো এমনটা হওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়