শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ টাই হলে শিরোপা নির্ধারণ হবে সুপার ওভারে

স্পোর্টস ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টাই হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মেগা ফাইনাল ম্যাচটি। খেলা গড়ায় সুপার ওভারে। সেই লড়াইতেও দুই দলই করে সমান ১৫ রান। তবে বেশি বাউন্ডারি মারার টাই হওয়া সেই ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা ঘরে তোলে ইংল্যান্ড।

তবে রোববারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যদি টাই হয় তাহলে কী হবে? ২০১৯ ফাইনালের মতো সুপার ওভারেও যদি দুই দল সমানে সমান হয়, তাহলে বেশি বাউন্ডারি মারা দলকে বিজয়ী ঘোষণা করা হবে না এবার। কারণ, ২০১৯ বিশ্বকাপের ঘটনার পর নিয়ম বদলেছে আইসিসি। নতুন নিয়মের কারণে যতক্ষণ ম্যাচের ফলাফল হবে না ততক্ষণ সুপার ওভারের ম্যাচ হতেই থাকবে।

যদি বৃষ্টি হয় তখন কী হবে? রোববারের ফাইনাল ভেস্তে গেলে আছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে সোমবার হবে ম্যাচে। তবে সেদিনও যদি খেলা না হয় তাহলে নিয়ম বলছে দুই দলকেই যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ঠিক যেমনটা হয়েছিলো ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত ও শ্রীলঙ্কা।
আবহাওয়ার রিপোর্ট বলছে রোববার রৌদ্রউজ্জল ঝলমলে আবহাওয়া থাকবে রোববারের দুবাই। উল্লেখ্য, ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে কিউইরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়