শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ০৯:৩০ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কীভাবে সুবিধা পাচ্ছে ব্যাটিং কোচ বুঝতে পারছেন না

স্পোর্টস ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দল নিয়ে ক্রিকেট বিশ্ব জুড়েই সমালোচনার ঝড় বইছে। দুবাইয়ে ভারতের সব ম্যাচ আয়োজন নিয়ে এই সমালোচনার জম্ম। তবে এসব উড়িয়ে দিয়েছেন দলের ব্যাটিং কোচ সিতাংশ কোটক। হেড কোচ গৌতম গম্ভীরের সুরেই সুর মিলিয়ে তিনি বলেছেন, এই প্রসঙ্গ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হয়েছে। 

টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে ওঠায় রোববারের শিরোপা লড়াইটিও হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে রোহিত শর্মার দলের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি আরও একবার আলোচনায় এসেছে।

ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল অ্যাথারটন সবার আগে দুবাইয়ে ভারতের সব ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এরপর সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই এই প্রসঙ্গে সমালোনা করেন। বিশেষ করে অন্য দলগুলোকে যেখানে বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হয়েছে, সেখানে ভারতকে অন্য কোথাও যেতেই হয়নি।

শুক্রবার রাতে ভারতের অনুশীলন চলাকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কোটক সমালোচকদের কড়া জবাব দিয়ে জানান, যখন কেউ কাঙ্ক্ষিত ফল পায় না, তখন তারা সহজেই অভিযোগ তুলতে পারে।

আমি বুঝতে পারছি না, আমরা আসলে কী সুবিধা পাচ্ছি। অনেকে মনে করছেন, ম্যাচ জেতার পরই আমরা সুবিধা পেয়েছি। এ বিষয়ে আমি কিছু বলব না। আমরা শুধু নির্ধারিত সূচি অনুযায়ী খেলেছি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে জয়ের পর সংবাদ সম্মেলনে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়ে সমালোচকদের ‘অযথা অভিযোগকারী’ বলে অভিহিত করেন হেড কোচ গম্ভীর। অন্যদিকে একই ম্যাচ শেষে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন দলটির পেসার মোহাম্মদ শামি।

গম্ভীরের সুরে সুর মিলিয়ে ভারতের ব্যাটিং কোচ বলেন, আমরা অবশ্যই আলাদা উইকেটে অনুশীলন করি। কিছুটা ভিন্ন ধরনের পিচে ম্যাচ খেলি। আমরা সবাই এটা জানি। আমাদের কেবল এখানে খেলার সুযোগ হয়েছে, কারণ এমনটাই ছিল নির্ধারিত সূচিতে। এতে আর কিছু করার নেই। এমন নয় যে, এখানে আসার পর সূচি পরিবর্তন করে আমাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়