শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স গঠন করলেন 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আরও আছে কানাডা ও মেক্সিকো।

শুক্রবার গঠন করা এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। এটি মূলত বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা ও পরিকল্পনা সমন্বয় করবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে কেন্দ্র করে আয়োজক দেশগুলোতে কোটি দর্শক ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। - অলআউট স্পোর্টস

ট্রাম্পের বাণিজ্যনীতি ও শুল্ক আরোপের হুমকির কারণে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দুই আয়োজক কানাডা ও মেক্সিকোর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তবে আয়োজক দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিফার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিশ্বকাপে একাধিক ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। আমি মনে করি, এটি (বিশ্বকাপ) আরও রোমাঞ্চকর করে তুলবে।

উত্তেজনা ভালো বিষয়। আমাদের দেশের জন্য এটি একটি বড় সম্মানের বিষয়। টাস্কফোর্স গঠনের উদ্দেশ্য হিসেবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্টে আসা প্রতিটি দর্শক যাতে নিরাপদে, আনন্দের সঙ্গে এবং বিশেষ কিছু অনুভব করে, সেটাই নিশ্চিত করবে টাস্কফোর্স।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে তিনটি দেশ মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বোচ্চ ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, ১৩টি করে ম্যাচ আয়োজন করবে মেক্সিকো ও কানাডা। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া আসরে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়