শিরোনাম
◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ ◈ গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

বিপিএল শেষ হয়েছে মাস পেরিয়েছে। তবে এই আসর নিয়ে এখন বিতর্ক থামেনি। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হিসেবে কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ এনেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। যা নিয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদকেও চিঠি দিয়েছেন তিনি। এতে কাজ না হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছেও চিঠি দিবেন বলে জানিয়েছেন এই পাকিস্তানের সাবেক অধিনায়ক।

এই অবস্থায় বিসিবিপ্রধান, আফ্রিদির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। ফারুক আহমেদ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না। যে কারণে স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই। লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের পর এসব কথা বলেছেন বিসিবিপ্রধান।

আফ্রিদির বকেয়া নিয়ে ফারুক বলেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’

অবশ্য বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও আফ্রিদির টাকা আদায়ে চিটাগং কিংসের মালিককে অনুরোধ করার কথা জানিয়েছেন তিনি। বলেন, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটার কোনো আইনি ভিত্তি নেই, কিসের ভিত্তিতে আমরা বলব! আমরা অনুরোধ করতে পারি এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পারে আরও সতর্ক হতে পারি। আগামী বছর বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে ভিন্ন কিছুই হবে।’

এদিকে গত রোববার (২ মার্চ) পাকিস্তানের একটি অনলাইন পোর্টালে আফ্রিদি দাবি করেছেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়