শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর ও রিজওয়ান ছাড়াই পাকিস্তান টি-টোয়েন্টি দল 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ওয়ানডে সিরিজের দলে জায়গায় হয়নি শাহিন শাহ আফ্রিদির। মঙ্গলবার (৪ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি- টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। তবে ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে রিজওয়ানের কাছেই। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজের আগে এই দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে রিজওয়ানকে নিয়োগ দিয়েছিল পিসিবি। এই উইকেটকিপার-ব্যাটারের অধীনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলেও টি টোয়েন্টি সিরিজে কোনো জয় পায়নি পাকিস্তান।

টি-টোয়েন্টিতে বাবরের সবশেষ ফিফটি আসে গত বছর মে মাসে। এরপর খেলা বেশির ভাগ ইনিংসে ব্যাট হাতে ভালো শুরু পেলেও রান তুলতেন ধীরগতিতে। অন্যদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়লেও সফরের টি টোয়েন্টি দলে আছেন শাহিন। বল হাতে সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই এই বাঁহাতি পেসার। চলতি বছর খেলা পাঁচ ওয়ানডেতে ৮ উইকেট পেলেও রান বিলিয়েছেন দু’হাত ভরে।  আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে দু’দলের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মার্চ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, উসমান খান।

পাকিস্তান ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তাইয়াব তাহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়