শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভাগ্য মন্দ আফগানিস্তানের। দলের তারকা ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইয়ের শেষদিকের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার পুঁজি সংগ্রহ করলেও বৃষ্টির কারণে লড়াইটা শেষ হলো না আফগানিস্তানের। জবাবে ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া।

কিন্তু জমজমাট ম্যাচে বাগড়া দিল প্রকৃতি। ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে কোনো ফল ছাড়াই শেষ হয়েছে সেমি-ফাইনালে ওঠার লড়াইটি। ৪ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্টিভ স্মিথের দল। কাগজে কলমে কেবল টিকে আছে আফগানদের আশা।

শুক্রবার লাহোরে সেদিকউল্লাহ আটালের ৮৫ রানের পর শেষ দিকে ওমরজাইয়ের ঝড়ো ৬৩ রানের ইনিংসে ২৭৩ রানের সংগ্রহ পায় আফগানরা। জবাবে হেডের তা-বে দুর্দান্ত শুরু পাওয়া অস্ট্রেলিয়া ১২ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে ১০৯ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

২০০৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠল অস্ট্রেলিয়া। সেবার রিকি পন্টিংয়ের অধীনে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। অন্যদিকে গত দুই আসরসহ এই নিয়ে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পাঁচটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এর আগে বৃষ্টির কারণে কোনো না বল গড়ানো ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গত মঙ্গলবারের ম্যাচটিও পরিত্যক্ত হয়।

‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট সমান ৩ হলেও নেট রানরেটে বেশ এগিয়ে প্রোটিয়ারা। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি তারা যদি ২০৭ রানের ব্যবধানে হারে তবেই শেষ চারের টিকিট পাবে আফগানরা। আর যদি ব্যাট করে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালের টিকিট এক প্রকার নিশ্চিতই বলা চলে।

রান তাড়ায় দলকে আক্রমণাত্মক শুরু এনে দেন ম্যাথিউ শর্ট ও হেড। তবে এক্ষেত্রে অবদান আছে আফগান ফিল্ডারদেরও। চতুর্থ ও পঞ্চম ওভারে এই দুই ব্যাটারেরই ক্যাচ ছাড়েন তারা। তবে পঞ্চম ওভারে জীবন পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ হন শর্ট। দুই বল পরই ২০ রান করে ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফিরলে ৪৪ রানের উদ্বোধনী জুটিটি ভাঙে।

এরপর হেডকে নিয়ে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন হেড। ৩৪ বলে ৮ চার ও এক ছক্কায় তুলে নেন ফিফটি। তবে এই জুটি থেকে ৫৫ রান যোগ হওয়ার পর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। হেড ৫৯ ও স্মিথ ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। তবে ইবরাহিম জাদরান ও আটালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা। কিন্তু এই জুটি ভয়ঙ্কর হওয়ার আগেই জাদরানকে (২২) ফিরিয়ে ৬৭ রানের জুটিটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা।
অভিজ্ঞ রহমত শাহও (১২) ফেরেন দ্রুত। ৯১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে জুটি বেঁধে চাপ সামাল দেন আটাল।

দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেও এগুচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৮৫ রানে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ৬৮ রানের জুটি ভাঙেন স্পেন্সার জনসন। সঙ্গীর বিদায়ের পর ধুঁকতে থাকা শাহিদিকে (২০) ফেরান জ্যাম্পা।

পরের ওভারেই রানআউটে কাটা পড়েন অভিজ্ঞ মোহাম্মদ নবী (১)। গুলবাদিন নাইবও (৪) ফেরেন দ্রুতই। রশিদ খানকে নিয়ে ২৩ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে থাকা দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ওমরজাই। রশিদ (১৯) ফিরলেও দলকে আড়াইশ পার করান ডানহাতি এই ব্যাটার। এরপর ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। শেষ পর্যন্ত তার ৬৩ বলে ৫ ছক্কা ও ১ চারে সাজানো ইনিংসটি থামান বেন ডোয়ার্শিস।
অস্ট্রেলিয়ার হয়ে ডোয়ার্শিস নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন জনসন ও জ্যাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়