শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কার

চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে বাগড়া দিচ্ছে বৃষ্টি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আকর্ষণীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়েছে। এবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে। 

লাহোরের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে আকাশে মাঝারি মেঘ থাকার কথা। বিকেল নাগাদ অর্থাৎ ম্যাচ শুরুর সময় থেকে আকাশ মেঘে ঢাকা থাকবে। সন্ধ্যা পর্যন্ত একই রকম থাকতে পারে বলা হয়েছে। যদিও বৃষ্টি হবেই এমন পূর্বাভাস দেওয়া হয়নি। 

শেষ পর্যন্ত যদি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে গ্রুপ ‘বি’ পয়েন্ট টেবিলের সমীকরণ আরও জটিল হবে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ায় তারা একটি পয়েন্ট পেয়েছে। যদি আফগানিস্তান ম্যাচও ভেসে যায় এবং অজিরা এক পয়েন্ট পায় সেক্ষেত্রে স্টিভ স্মিথের দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। 

তখন সমীকরণ দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বড় এক জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে পেয়েছে এক পয়েন্ট। নেট রান রেট বেশি হওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। 

প্রোটিয়ারা তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলে তাদের পয়েন্ট ৩ থাকবে। সঙ্গে কমে যাবে নেট রান রেট। অন্য দিকে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ ভেসে গেলে এক  পয়েন্ট পাওয়ার সুবাদে ৩ পয়েন্ট হবে আফগানিস্তান। 

যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ৩ পয়েন্ট হয় সেক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত করতে নেট রান রেট দেখা হবে। এখন পর্যন্ত নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অবশ্য বেশ পিছিয়ে আছে আফগানরা। তাই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ ভাসলে কপাল পুড়বে রশিদ খান-ইব্রাহিমদের। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়