শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা  

রাওয়ালপিন্ডির মতো বৃহস্পতিবার লাহোরেও বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। যে কারণে মাঠ খেলার উপযোগীই আছে। নির্ধারিত সময়ে টস সম্পন্ন হয়েছে। আফগানিস্তান এই ম্যাচেও টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আফগানরা ঐতিহাসিক জয়ের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে বড় সংগ্রহ তুলেছিল। ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। অজিদের হারাতে পারলে শেষ চারে চলে যাবে তারা। হারলে বিদায় নিতে হবে আসর থেকে। 

আফগান অধিনায়ক জানিয়েছেন, উইকেট ভালো মনে হওয়ায় এবং ব্যবহৃত হওয়ায় শুরুতে ব্যাটিং করবেন তারা। দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হতে পারে। অনিশ্চিত আবহাওয়া হওয়ায় স্মিথও শুরুতে ব্যাটিং করতেই পছন্দ করতেন বলে মনে হয়েছে।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পিনার জনসন। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়